More

    পটুয়াখালীতে ঘরের ভেতরে মিলল কলেজ ছাত্রীর ঝু*লন্ত ম*রদে*হ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে ঘরের ভেতর থেকে কলেজ ছাত্রী শামীমা আক্তারের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (৭ জুন) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

    নিহত শামীমা ধানখালী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি চম্পাপুরের রুহুল আমিন শেখের মেয়ে।

    পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শামীমা আক্তারের পিতা শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ারে চলাফেরা করায় মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তিন মাস আগে একই ইউনিয়নের জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। এ বিয়ে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি শামীমা। এ কারণে মানসিক সমস্যায় প্রায়ই অসুস্থ থাকতেন তিনি।

    শুক্রবার শামীমাকে ঘরে রেখে তাঁর মা হাসিনা বেগম বাড়ির একটু দূরে স্বামীর দোকানে যান। এর একটু পরই আশপাশের লোকজনের ডাক-চিৎকার শুনে ঘরে গিয়ে দেখেন মেয়ে শামীমা ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় খেলাফত মজলিসের সিরাতুনন্নবী (স:) উপলক্ষে দোয়া—মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কলাপাড়া প্রতিনিধি: খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখার উদ্দে্যগে শনিবার বিকেলে পৌর শহরের সদররোডস্থ কার্যালয় এক সিরাতুনন্নবী (স:) দোয়া মহফিল...