More

    কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শ্বশুরবাড়ি থেকে সাত মাসের অন্ত:সত্তা গৃহবধূ আমেনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার সকালে স্থানীয়দের কাজ থেকে খবর পেয়ে ঘরের মেঝেতে মাটিতে পা থাকা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাকিব মৃধাকে আটক করেছে। নিহতের স্বজনরা জানায়, দুই বছর আগে কলাপাড়ার পূর্ব ধুলাসার গ্রামের নুরু ফরাজীর মেয়ে আমেনা সাথে সাকিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমেনার উপর অত্যাচার চালাত স্বামী।

    নিহত গৃহবধূর পিতা নুরু ফরাজী অভিযোগ করেন, তার মেয়েকে হত্যার পর টেনে হিঁচড়ে এনে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। সাত মাসের অন্ত:সত্ত্বা কোনো মা আত্মহত্যা করতে পারে না। তারা হত্যাকারীর শাস্তি দাবি করেন। কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন,

    শনিবার রাতের কোন একসময় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ সাত মাসের অন্ত:সত্ত্বা ছিলো। কেন, কী কারণে সে আত্মহত্যা করেছে নাকি হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    গৃহবধূর স্বামী কে আটক করা হয়েছে। সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বেতাগীতে ৪দিন ব্যাপি গাভী পালন বিষয় নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন

    বেতাগী বরগুনা প্রতিনিধি:  বরগুনার বেতাগীতে চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণে প্রশিক্ষণে আধুনিক গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা,...