More

    কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া।

    এর আগে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন ওই এলাকার নারী পুরুষ। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, আসামি গ্রেফতারের পর শাহিনা পারভীন সীমার নেতৃত্বে থানা ঘেরাওয়ের চেষ্টা করে উত্তেজিত লোকজন।

    পুলিশ মোকাবিলা করে আসামিকে আদালতে পাঠায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...