More

    ডাসারে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের অপপ্রচার

    অবশ্যই পরুন

    জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসারে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য সৈয়দ জানেআলম স্বপন(৫৫) নামে এক বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে ও অপপ্রচারে নেমেছে আপন মেঝ ভাই।

    এ ঘটনায় ওই বড় ভাই ও তার পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। বুধবার ভুক্তভোগী পরিবার সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার গ্রামের সৈয়দ জাহাঙ্গির হোসেনের বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের সঙ্গে তার আপন মেঝ ভাই সৈয়দ নূর আলম মুক্তির দীর্ঘদিন দিন ধরে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে।

    এর জের ধরে সৈয়দ নূরে আলম মুক্তি ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তার মায়ের কাছ থেকে জমি লিখে নিয়েছে বলে সৈয়দ জানে আলম স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে সমাজের মানুষের কাছে অপপ্রচার চালিয়ে আসছে। এতে করে সমাজে চরম ভাবে বিপাকে পরতে হয়েছে সৈয়দ জানে আলম স্বপন ও পরিবারের সদস্যদের। বুধবার এ অপপ্রচারের ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ করেছে জানেআল স্বপনের পরিবার।

    ভুক্তভোগী সৈয়দ জানে আলম স্বপন জানান, তার মা শান্তি নাহারের নামে মাদারীপুর সদরের কালীখোলা এলাকার ৫ শতাংশ জমি থেকে জানে আলমকে ৩শতাংশ জমি স্বেচ্ছায় স্বজ্ঞানে দলিল করে দেয়। যাহার বিআরএস দাগ নং ১৫৭২, এসএ নং ১৫৭.১৫৯ ও ১০৭ মৌজা পানিছত্র।

    এ জমি দলিল করে দেয়ায় এতে ক্ষিপ্ত হয়ে মেঝ ভাই নূর আলম মুক্তি এলাকায় আমার বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছে। সে সমাজে বলে আসছে আমি নাকি জমি জোর পূর্বক লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বেড় করে দিয়েছি। আমি এ অপপ্রচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবেশি মোঃ হবি খান বলেন, সে ইচ্ছা করে বাড়ি থেকে বেড় হয়েছে।

    কোন কিল ঘুষির কোন ঘটনা ঘটেনি। জমি শান্তি নাহার নিজ ইচ্ছায় দলিল করে জানে আলমকে দিয়েছে। এখন তাদের মাঝে খারাপ সম্পর্ক হওয়ার এই অপপ্রচারে নেমেছে তার মেঝ ভাই। প্রতিবেশী মোঃ নজরুল ইসলাম বলেন, আমাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেনি। সব মিথ্যা সাজানো। অভিযুক্ত মেঝ ভাই নূর আলম মুক্তি বলেন, আমাদের ঠকিয়েছে বড় ভাই। ঘটনা মিথ্যা নয়। এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...