টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের ফলে বিশ্বকাপে এখনও টিকে আছে বাংলাদেশ। কিছু জটিল সমীকরণ মেলাতে পারলেই সেমিতে চলে যাবে টাইগাররা, তবে কাজটা হতে যাচ্ছে খুব খুব কঠিন।
বর্তমানে সুপার এইটের গ্রুপ ‘১’ এ শীর্ষে রয়েছে ভারত। ২ ম্যাচে ২ জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। ২ পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। এখনও সুপার এইটে কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে।
বর্তমানে পরিস্থিতি থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ৪টি দলের সামনেই, আবার ৪টি দলের সামনেই আছে বাদ পড়ার সম্ভাবনা। চার দলের ম্যাচ বাকি আছে ১টি করে। ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলের মাঝেই লুকিয়ে আছে সেমিফাইনালের সব সমীকরণ।
শেষ দুই ম্যাচে যদি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান জেতে সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে তিনটি দল – ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। অজিরা যদি ভারতের সাথে ১ রানে জেতে সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশকে হারাতে হবে অন্তত ৩৬ রানে, তবেই রান রেটে অজিদের টপকে যেতে পারবে আফগানিস্তান। দুই ম্যাচের প্রথম ইনিংসে যদি অন্তত ১৬০ রান হয়, তাহলে অজিরা যদি শেষ বলে রান তাড়া করে ম্যাচ জেতে তখন আফগানিস্তানকে ১৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করে বাংলাদেশকে হারাতে হবে। তখন ভারতের সাথে সেমির টিকিট কাটবে আফগানিস্তান।
বর্তমানে গ্রুপের চার দলের মধ্যে সবচেয়ে কম দুশ্চিন্তায় রয়েছে ভারত। ধনাত্মক ২.৪২৫ নেট রান রেট তাদের, পয়েন্ট ৪। ভারতকে বিদায় করতে হলে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুই দলকেই জিততে হবে বড় ব্যবধানে। অজিদের ভারতকে হারাতে হবে অন্তত ৪১ রানে, আফগানিস্তান বাংলাদেশকে হারাতে হবে অন্তত ৮৩ রানে। তখন ভারতকে বিদায় করে সেমির টিকিট কাটবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া।
যদি ভারত এবং বাংলাদেশ জিতে যায় তখনই খুলে যাবে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার। ভারত ৬ পয়েন্ট নিয়ে থাকবে শীর্ষে, বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। নেট রান রেটের দিক দিয়ে গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। যদি শেষ ম্যাচে আফগানিস্তান ১ রানে হারে এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া ৩১ বা তার বেশি রানের ব্যবধানে হারে তখনই রান রেটে অজিদের টপকে সেমিতে যাবে আফগানিস্তান। অন্যদিকে আফগানদের টপকে যেতে বাংলাদেশকে শেষ ম্যাচে জিততে হবে ৩১ রানে। শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে ৫৫ রানে হেরে যায় তখন অজিদেরও পেছনে ফেলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া শেষ দুই ম্যাচে জিতে যায় তখন সেমিফাইনালে যাবে ভারত এবং অস্ট্রেলিয়া। বিদায়ঘণ্টা বাজবে ২ পয়েন্ট নিয়ে খেলা শেষ করা বাংলাদেশ এবং আফগানিস্তানের।
অন্যদিকে যদি ভারত এবং আফগানিস্তান শেষ দুই ম্যাচে জিততে পারে তখন এই দুই দলই চলে যাবে সেমিতে। বিদায় নেবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিতে যাবে ভারত এবং ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমির টিকিট কাটবে আফগানিস্তান।