কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের সম্মেলন কক্ষে এ শপথ কার্যক্রম অনুষ্ঠান করা হয়। তাদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এতে শপথ গ্রহণ করেন কালকিনি উপজেলা চেয়ারম্যান পদে তৌফিকুজ্জামান শাহিন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী। শপথ গ্রহণ শেষে তাদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আ.লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।