নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথের পরে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.ইকবাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, কালকিনি থানার ওসি (তদন্ত)মো. মারগুব তৌহিদ, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহিম মুরাদ, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন প্রমুখ।
এদিকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে সাংবাদিকদের ও বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ্য থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। এবং নির্বাচন চলাকালিন সময় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে স্থানীয় সাংবাদিকরা সার্বিক সহযোগীতায় করায় তিনি সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন।