মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে জয়নাল কাজী নামে এক কৃষকের বসতবাড়ির জিনিসপত্র লুটপাট ও ভাংচুর করেছে প্রতিপক্ষ।
এসময় তাদেরকে বাঁধা দিলে গৃহবধূ জরিনা বেগমসহ (৪০) তিনজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। শনিবার সকালে হাসপাতাল সূত্রে এ হামলার ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। ভুক্তভোগী ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের কৃষক জয়নাল কাজীর সঙ্গে একই এলাকার শামীর কাজীর ফসলি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।
এর জের ধরে শামীম কাজীর নেতৃত্বে ইমরান কাজী, সুমন কাজী ও মেহেদী কাজী দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তাদের দলবল নিয়ে জয়নাল কাজীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
পরে তারা ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা, ১টি স্বর্নের চেইন ও ১টি স্বর্নের আংটিসহ বিভিন্ন আসবাপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে জয়নাল কাজী স্ত্রী জরিনা বেগম ও মিজান কাজীর ছেলে ইয়াসিনসহ তিনজনকে মারধর করে আহত করে। ভুক্তভোগী জয়নাল কাজী বলেন, শামীম কাজীর নেতৃত্বে আমার বসতবাড়ি ভাংচুর করা হয়েছে। পরে আমার আসত ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা, ১টি স্বর্নের চেইন ও ১টি স্বর্নের আংটিসহ বিভিন্ন আসবাপত্র লুট করে নিয়ে যায় শামীম ও তার লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শামীম কাজীকে বাড়িতে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানা ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।