কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ হারুন খন্দকার (৫০) নামে এক আ.লীগ নেতার প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় সোমবার সকালে ওই আ.লীগ নেতা থানায় অভিযোগ করেছেন। অপরদিকে এ গাছ উপড়ে ফেলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে দুপুরে বিক্ষোভ প্রতিবাদ করা হয়।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, পৌরসভার ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা মোঃ হারুন খন্দকার তার বাড়ির পাশের ক্রয়কৃত জমিতে পেয়ারা,লেবু, জাম্বুরা ও আমসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার নজরুল ইসলাম নজু, জুলহাস খন্দকার ও হাসান খন্দকার মিলে ওই গাছের বাগান থেকে প্রায় ১৫টি গাছ উপড়ে ফেলে। এ ঘটনায় আ.লীগ নেতা হারুন খন্দকার তাৎক্ষণিকভাবে কালকিনি থানায় একটি অভিযোগ করেছেন।
ভুক্তভোগী হারুন খন্দকার বরিশাল ডট নিউজ কে বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আমরা গাছের চারা লাগিয়েছি। কিন্তু নজরুল ইসলাম নজু খন্দকার ক্ষিপ্ত হয়ে আমাদের প্রায় ১৫টি গাছের চারা উপড়ে ফেলেছে। আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে নজু খন্দকার। আমরা থানায় জিডিও করেছি। আমরা তাদের বিচার চাই।
অভিযুক্ত হাসান খন্দকার বলেন, ওই ক্রয়কৃত জমির মধ্যে আমাদের ১ শতাংশ জমি রয়েছে ও কবরস্থান রয়েছে। তাই আমরা ওই জমি তাদের দেব না। গাছ আমরা তুলিনি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
