More

    বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় বাবা-মা

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করছেন বাবা-মা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত হাসান গাজী বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা। বাবা-মা দুজন হলেন- জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম ।

    পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হাসান টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ দিত। দুপুরে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাবা-মা প্রতিবাদ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়ি লোহার পাইপ দিয়ে পিটিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করলে মারা যায় হাসান।

    পরে বাবা-মা দুজন থানায় উপস্থিত হয়ে বলেন, আমরা আমাদের ছেলে হাসানকে মেরে ফেলেছি। আমাদের গ্রেপ্তার করুন। পুলিশ তাদের আটক করে। পরে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ঘর থেকে হাসানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে জাফর গাজী দম্পতি আত্মসমর্পণ করলে আমরা মরদেহ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় একই দিনে তিনজন সাপের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে মো. আবুল বশার হাওলাদার (৪০) নামে...