More

    বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

     রাহাত রাব্বি : বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধ পণ্য উৎপাদন করায় ‘গ্রিণ কনজ্যুমার ফুড এন্ড বেভারেজ’ ফ্যাক্টরির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বু্ধবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে বরিশাল বিসিক শিল্প নগরীর ‘গ্রিণ কনজ্যুমার ফুড এন্ড বেভারেজ’ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

    জানা গেছে- পণ্য তৈরিতে মেয়াদ উত্তীর্ণ পণ্যের ব্যবহার, বৈধ লাইসেন্স ছাড়া বিভিন্ন ধরণের পণ্য উৎপাদন ও অনেক পণ্যের নকল মোড়ক ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে‚ ২০০৯ এর ৩৭,৪৩ ও ৪৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

    ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি টিম। অভিযান শেষে মানসম্মত খাবার তৈরির জন্য নির্দেশনা প্রদান করা হয়।

    এ সময় ব্যবসা পরিচালনায় আসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপপরিচালক অপূর্ব অধিকারী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...