More

    বরগুনায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর

    অবশ্যই পরুন

    বরগুনা পৌর শহরের বিবি সড়কে ‘সমন্বয়ক’ পরিচয়ে দোকানে ঢুকে এক বস্ত্র ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (০২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফেলেন।

    ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. জসিম। তিনি ‘ল্যাডিস পয়েন্ট’ নামে এক বস্ত্র দোকানের মালিক। অভিযুক্ত যুবক সিনহা রহমান নিজেকে সমন্বয়ক পরিচয়ে পরিচয় দেন।

    ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জসিম তার শিশু সন্তানকে নিয়ে দোকান থেকে বেরিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। এ সময় ইয়াসমিন তানিয়া পথচারী এক নারীর সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি পড়ে যায়। এ নিয়ে জসিম ও ওই নারীর মধ্যে বাকবিতণ্ডা হয়।

    পরে স্থানীয় বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। আলোচনার একপর্যায়ে ওই নারীর ছেলে সিনহা রহমান ‘সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে হাজির হন এবং উত্তেজিত হয়ে জসিমকে মারধর করেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে আশপাশের সব ব্যবসায়ী তাৎক্ষণিক দোকান বন্ধ করে দেন।

    জসিম বলেন, ‘আমি আমার শিশুকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলাম। এক নারী ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার ছেলেকে। উল্টো আমাকে খারাপ ভাষায় কথা বলেন। পরে বিষয়টি মীমাংসা করতে ডাকা হলে, তার ছেলে সবাইকে সামনে রেখে আমাকে মারধর করে। আমি এর বিচার চাই।’

    বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার সময় আমরাও দোকানে উপস্থিত ছিলাম। সিনহা ও তার সঙ্গে থাকা একজন এসে দোকানে ঢুকে জসিমকে মারধর শুরু করে। আমরা বাধা দিয়ে পরিস্থিতি সামাল দিই। তবে এ ধরনের আচরণ আমরা মেনে নেব না। ঘটনার সুষ্ঠু বিচার না হলে বরগুনার সব বস্ত্র দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিকেলে ঘোষণা করা হতে পারে জাকসুর ফল: নির্বাচন কমিশন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার বিকেল ৪টার মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দিনগত...