আগৈলঝাড়া প্রতিনিধিঃ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ত্রি—ধারায় বিভক্ত হয়ে প্রস্তুতি সভা করেছে। দীর্ঘদিন ধরে সকল দলীয় কর্মসূচি বিভক্ত হয়ে পালন করে আসছে।
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে গতকাল রোববার সকালে উপজেলা সদরে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,
উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বিএনপি নেতা জাহিদ ইসলাম পান্না, আরিফ হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল রব মিয়া, যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপনসহ প্রমুখ। অপরদিকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের পক্ষে ৩১ জুলাই আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে রাজিহার ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত (আহবায়ক) শিকদার হাফিজুল ইসলাম,
ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শ্যামল ঘটক, বিএনপি নেতা সেলিম মিয়া, রহিম মোল্লাসহ প্রমুখ। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান এর পক্ষে উপজেলা সদরে যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপনের দলীয় কার্যালয়ে ২ আগস্ট রাতে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা রাশেদুল ইসলাম টিটন,
উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনিরসহ বিভিন্ন দলীয় নেতা—কমীর্রা। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ত্রি— ধারায় বিভক্ত হয়ে সকল দলীয় কর্মসূচি পালন করে আসছে। মাঝে মধ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান’র পক্ষের নেতা—কমীর্রা এক হয়ে কর্মসূচি পালন করে।
অন্যদিকে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন’র পক্ষের নেতা—কমীর্রা আলাদা ভাবে কর্মসূচি পালন করে থাকে। তবে উভয় পক্ষের কর্মসূচীতেই বিএনপি’র নেতা—কমীর্রা অংশ গ্রহণ করেন। এই বিভক্তির ব্যাপারে উপজেলা বিএনপি’র কোন নেতাই বক্তব্য দিতে রাজি হয়নি।