লিগস কাপে মেক্সিকোর ক্লাব নেকাসাকের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। এদিন ম্যাচের ১১তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দলের প্রাণভোমরা লিওনেল মেসি, কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনও। তবে সেই ধাক্কা কাটিয়ে টাইব্রেকারে নেকাসাকে ৫-৪ গোলে হারিয়েছে মায়ামি।
শনিবার (৩ আগস্ট) রাতে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে দুর্দান্ত এক ড্রিবলে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করতে গিয়ে নেকাসার দুই ডিফেন্ডার রাউল সানচেজ ও অ্যালেক্সিস পেতার ট্যাকলের মুখে পড়ে যান তিনি। উঠে দাঁড়িয়ে খেলায় ফিরতে চাইলেও পারেননি।
চোটের অস্বস্তি নিয়ে ১১তম মিনিটে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন সুপারস্টার। তার বদলি হিসেবে মাঠে নামেন ফেদেরিকো রেদোনদো। মেসির মাঠ ছাড়ার এক মিনিট পরই রদ্রিগো ডি পলের পাস থেকে তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। কিন্তু ১৭তম মিনিটে বড় ধাক্কা খায় মায়ামি—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন।
সংখ্যাগত দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ৩৩ মিনিটে থমাস বাদালোনি গোল করে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে আবার উত্তেজনার জন্ম হয়। ৬০ মিনিটে নেকাসার ক্রিশ্চিয়ান ক্যালদেরন লাল কার্ড দেখলে উভয় দলই ১০ জন করে খেলতে থাকে। এরপর ৮১ মিনিটে রিকার্দো মনরিয়ালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নেকাসা। তবে নেকাসাকে হতাশ করে দেন জর্দি আলবা।
ইনজুরি সময়ে রদ্রিগো ডি পলের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচ ২-২ এ সমতায় ফেরান এই স্প্যানিশ ডিফেন্ডার। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পাঁচটি শটেই সফল হয় মায়ামি। বিপরীতে, নেকাসার পক্ষে একমাত্র ব্যর্থ শটটি আসে বাদালোনির কাছ থেকে।
ফলে ৫-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ মেক্সিকোর আরেক ক্লাব পুমাস।