স্টাফ রিপোর্টারঃবরিশালের আগৈলঝাড়ায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও নিম্মমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ চলমান রয়েছে। গৌরনদীর ঠিকাদারী প্রতিষ্ঠান আগৈলঝাড়ার স্থানীয় বিএনপি নেতাদের দিয়ে কাজ বাস্তবায়ন করায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
কাজের তদারকি কর্মকর্তা উপজেলা উপ—সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম সম্রাট সরেজমিন গিয়ে কাজের এজিং এ অর্ধেক (আধলা) ইট দেখে কাজ বন্ধ রেখেছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০২৪—২০২৫ অর্থ বছরে আগৈলঝাড়া উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বাকাল ইউনিয়নের ওয়াপদা সড়কের কদমবাড়ি মসজিদ থেকে ১৮০ মিটার সড়ক কার্পেটিং ও ৫৮ মিটার পাইলিং কাজের জন্য ৪ লক্ষ ৯৫ হাজার টাকায় টেন্ডার আহ্বান করা হয়।
টেন্ডারে গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের তালুকদার এন্টারপ্রাইজের মালিক মাহাবুব তালুকদার কাজটি পায়। কাজটি পেয়ে সে আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা সামচুল হক খোকন ও বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মো. সেলিম হোসেনকে দিয়ে বাস্তবায়নের জন্য কাজ শুরু করেন।
কাজের শুরুতেই তারা এজিং এর অর্ধেক (আধলা) পুরাতন ইট ব্যবহারসহ নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করেন। কাজের মান দেখে কাজের তদারকি কর্মকর্তা এলজিইডি বিভাগের উপ— সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম স¤্রাটকে ফোন দেওয়া হয়। সে জানান আমি সরেজমিন গিয়ে কাজের মান দেখে ব্যবস্থা নেব।
সে সরেজমিন গিয়ে এজিং এ পুরাতন ইট (অধলা) দেখে কাজ বন্ধ রাখেন। এব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা উপজেলা এলজিইডি বিভাগের উপ— সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম স¤সম্রাট সরেজমিন গিয়ে কাজের এজিং এ অর্ধেক (আধলা) ইট দেখে কাজ বন্ধ করে দেয় এবং নিম্নমানের ইটের ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হয়নি সে।
এব্যাপারে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মাহাবুব তালুকদার বলেন, আমার প্রতিষ্ঠানের কাজে কেউ খারাপ কাজ করতে পারবে না। কাজের মান খারাপ করলে সেই দায়—দায়িত্ব তাদের।