More

    জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় ড্যাবের উদ্যোগে শহীদ ওয়াসিম ও সকল শহীদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় ডক্টরস্ধসঢ়; এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার উদ্যোগে শহীদ ওয়াসিম ও সকল শহীদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

    গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডা. হারুন আল রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদি হাসান ও কোশাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম সাকিলের উদ্যোগে শহিদের স্মরণে এই দোয়া মিলাদ বাস্তবায়ন করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ—দপ্তর সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। এসময় উপস্থিত ছিলেন ডা. মেহেদী হাসান নাঈম।

    অনুষ্ঠানের সমন্বয় করেন ডা. মীর রাশেখ আলম অভি ও ড্যাবের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ। দোয়া মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মো. ইমরান ও হাফেজ আব্দুল্লাহ। এসময় দোয়া মিলাদে এতিমখানার শতাধিক শিশুরা অংশগ্রহণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত...