মোঃ জাহিদুল ইসলাম ( বাকেরগঞ্জ) বরিশাল সংবাদদাতা : বাকেরগঞ্জে জুলাই ছাত্র – জনতার আন্দোলনে নিহত শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছেন বিএনপি নেতৃবৃন্দ। ৫/৮/২০২৫ ইং মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাকেরগঞ্জ উপজেলায় ৩ জন শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বরিশাল জেলা নিএনপির আহবায়ক আবুল হোসেন খানের পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার ও উপজেলা ছাত্রদল সদস্য নাইম মৃধার নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ উপজেলার দুধল ইউনিয়নের মৃত তাহের আলী আকনের পুত্র মোঃ আব্দুল ওয়াদুদ আকন, গোমা দুধল গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র আরিফুর রহমান রাসেল ও পূর্ব সুন্দরকাঠী গ্রামের মোঃ মিরন হাওলাদারের পুত্র মোঃ সাজিদ হাওলাদারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় তারা নিহত শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।