জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন সময়ে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, ছাত্রী আন্দোলন ও শ্রমিক আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে সঠিক পথে পরিচালনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, “ইতিহাসের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হবে আমাদের প্রধান দায়িত্ব।”
কর্মসূচির শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সমাজের নৈতিক অবক্ষয় রোধ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
