More

    মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ভোলার মাসুমার ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান

    অবশ্যই পরুন

    ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত মাসুমা বেগমের (৩৬) ছেলে আবদুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার শুক্রাভাঙ্গা মহল্লায় নিহত মাসুমা বেগমের বাসায় গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় তারা তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং স্কুলপড়ুয়া সন্তান আবদুল্লাহর লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দেন।

    উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় দগ্ধ হন প্রতিষ্ঠানটির আয়া মাসুমা বেগম। পরে তাকে ঢাকা মেডিকেলে এবং সেখান থেকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।

    দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ২৬ জুলাই সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ২৭ জুলাই রোববার সকালে তার নিজ বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুন্দি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...