আওয়ামীলীগ সরকারের সময় আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায়, এখন আবার বিএনপি’র নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে ফসলী জমি থেকে বালু উত্তোলন করে আসছেন জনমিন জন বাড়ৈ।
সে বাকাল ইউনিয়নের উত্তর বড়মগড়া গ্রামের মৃত ধনঞ্জয় বাড়ৈর ছেলে। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বড়মগড়া গ্রামের মৃত ধনঞ্জয় বাড়ৈর ছেলে জনমিন জন বাড়ৈ আওয়ামীলীগ সরকারের সময় ছাত্রলীগের নেতাদের প্রভাব দেখিয়ে ফসলী জমি থেকে একাধিক আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেছিলেন।
সে ২০২৪ সালের ৫ আগস্টের পরে পুনরায় বিএনপি’র নেতাদের ম্যানেজ করে বালু উত্তোলন করে আসছে। বর্তমানে সে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের কালীপদ মণ্ডলের আবাদি জমি ও ঘের থেকে অবৈধ আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অব্যাহত ভাবে বালু উত্তোলন করে আসছেন।
এতে হুমকির মুখে পরেছে পাশ্ববতীর্ বাড়িঘর ও কমছে আবাদী জমি। কালীপদ মণ্ডলের ফসলি জমি থেকে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্থানীয় সন্তোষ বাড়ৈ ও কাসেম খানের কাছে বিক্রি করছে জনমিন জন বাড়ৈ। তাকে একাজে সহযোগিতা করছে স্থানীয় বিএনপি’র এক নেতা।
এর ফলে ওই স্থানের বাড়িঘর ও আবাদি জমি ভেঙ্গে পড়ার সম্ভবনা রয়েছে। যে কোন সময় পাশের ঘরবাড়ি ধ্বসে যেতে পারে বলে জানান স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের বাঁধা দিলেও তারা উল্টো বিএনপি’র এক নেতার প্রভাব দেখিয়ে বালু উত্তোলন করে আসছে।
তারা কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান। অভিযুক্ত জনমিন জন বাড়ৈকে একাধিবার ফোন দিলেও সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।