More

    বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, পিতার দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

    অবশ্যই পরুন

    বরিশাল নথুল্লাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে দাবি করেছেন নিহত যুবক হ্রদয় হাওলাদারের পরিবার। নিহতের পিতা মোঃ সালাম হাওলাদার অভিযোগ করেছে দীর্ঘদিনের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এটিকে বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনা হিসেবে সাজানো হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সালাম হাওলাদার বলেন, তার ছেলে হ্রদয় হাওলাদার (২৭) ইফাত সেবা ছোট লোকাল বাসে কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।

    গত ৬ জুলাই ২০২৫ তারিখে ছোট ছেলে অন্তর হাওলাদারের মাধ্যমে খবর পান, নথুল্লাবাদ এলাকায় বিদ্যুৎ খামের সাথে বাস ধাক্কা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হ্রদয় মারা গেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশ গাড়ির ভেতরে নয়, বরং গাড়ি থেকে তিন-চার ফুট দূরে পড়ে আছে।

    তিনি আরও জানান, দুর্ঘটনার পর তার ছোট ভাই ঘটনাস্থলে গেলেও ততক্ষণে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মর্গে গিয়ে দেখা যায়, হ্রদয়ের ডান চোখের নিচে, গালে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা স্বাভাবিক দুর্ঘটনার সাথে মেলে না।

    সালাম হাওলাদারের দাবি, একই এলাকার দেবা দাস ও সঞ্জীব দাস গং-এর সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দেবা দাস এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ২০১৬ সালের নথুল্লাবাদ সেবা গাড়ি গণধর্ষণ মামলার প্রধান আসামি।

    এছাড়া, দেবা দাস তার ছেলের স্ত্রী কুলসুম বেগমকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, এ ঘটনায় ৪ আগস্ট ২০২৫ তারিখে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং—৩৭১/২০২৫, এয়ারপোর্ট থানা)।

    সংবাদ সম্মেলনে নিহতের পিতা চার দফা দাবি জানান

    ১. ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত।

    ২. প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

    ৩. পরিবারকে নিরাপত্তা প্রদান।

    ৪. বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড আড়াল বন্ধ করা।

    শেষে তিনি বলেন, “আমি আমার সন্তানের ন্যায়বিচার চাই। সরকারের কাছে অনুরোধ করছি—দোষীদের দ্রুত আইনের আওতায় এনে যেন আর কোনো পিতা-মাতাকে এমন কষ্ট সহ্য করতে না হয়।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টি-টোয়েন্টিতে কতটা নাজুক বাংলাদেশ-শ্রীলঙ্কা?

    গত এক দশকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ১০ দলের মাঝে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রানরেট সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, এশিয়ার...