নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো.শাকিল শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
মাদক,চাঁদাবাজি সহ এলাকায় নানা অপকর্মের অভিযোগে শাকিল সিকদারকে বহিষ্কার করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছেন ৯ আগস্ট (শনিবার) রাতে পিরোজপুর সেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের যুগ্ম আহ্বায়ক মো.তরিকুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্য মোঃ শাকিল শিকদার-কে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
একইসাথে দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়। নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তপু রায়হান বলেন, শাকিল সিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল আদর্শে গড়া সংগঠন। এই সংগঠনে কোন অপরাধীর স্থান হতে পারেনা।