More

    দুমকিতে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান, সংবাদদাতা,দুমকী,পটুয়াখালী:- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুমকী উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুমকী থানা পুলিশ ।

    মোঃ শফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমানের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ দিনমজুর নাছিরের

    অনলাইন ডেস্ক: এক সময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো নাছির খান। আর তার আয়ে চলতো ৫ সদস্যের সংসার। দীর্ঘ...