More

    বরিশালে আগুনে পুড়ে ছাই বসতঘর, দগ্ধ গৃহবধূ

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর সাত নং ওয়ার্ড কাউনিয়া থানাধীন পান্থ সড়কে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকের এই দুর্ঘটনায় গৃহবধূ পত্রিশোর্ধ্ব সাবিনা আক্তার রেশমি দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

    এই অগ্নিকান্ডে ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বসতঘরের মালিক মিজানুর রহমান। মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তার স্ত্রী রান্না করছিলেন, এমন সময় গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়। এতে সাবিনা দগ্ধ হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। কাউনিয়া থানা পুলিশের ওসি নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেতে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...