More

    জয়ের জন্য ২২৮ রান দরকার বাংলাদেশের

    অবশ্যই পরুন

    টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় দিয়ে সূচনা করতে হলে বাংলাদেশ ‘এ’ দলকে রেকর্ড রান তাড়া করতে হবে। ডারউইনে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ‘এ’ দল ৪ উইকেটে ২২৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে।

    টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। ওপেনার খাজা নাফি ও ইয়াসির খান মিলে শতরানের ওপর জুটি গড়েন। রান আউটের আগে নাফি ৩১ বল খেলে ৬১ রান করেন। যাতে ৮টি চার ও ২টি ছক্কা (স্ট্রাইক রেট ১৯৬.৭৭) ছিল। অপর ওপেনার ইয়াসিরও ৪০ বলে ৬২ রানের খেলেন ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ৭ চার ও ২ ছক্কার মার ছিল।

    তিনে নামা আব্দুল সামাদ ইনিংসের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ১টি চার। শেষ দিকে মোহাম্মদ ফাইক (১৮) ও অধিনায়ক ইরফান খান (২৫*) দ্রুত রান তুলে  দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন।

    অস্ট্রেলিয়া দলে ইনজুরির হানা, ছিটকে গেলেন তিন তারকা
    বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি একটি করে উইকেট তুলে নিয়েছেন। জয় পেতে হলে বাংলাদেশ ‘এ’ দলকে এখন ২২৮ রানের কঠিন লক্ষ্য টপকাতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...