টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় দিয়ে সূচনা করতে হলে বাংলাদেশ ‘এ’ দলকে রেকর্ড রান তাড়া করতে হবে। ডারউইনে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ‘এ’ দল ৪ উইকেটে ২২৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। ওপেনার খাজা নাফি ও ইয়াসির খান মিলে শতরানের ওপর জুটি গড়েন। রান আউটের আগে নাফি ৩১ বল খেলে ৬১ রান করেন। যাতে ৮টি চার ও ২টি ছক্কা (স্ট্রাইক রেট ১৯৬.৭৭) ছিল। অপর ওপেনার ইয়াসিরও ৪০ বলে ৬২ রানের খেলেন ঝোড়ো ইনিংস। তার ইনিংসে ৭ চার ও ২ ছক্কার মার ছিল।
তিনে নামা আব্দুল সামাদ ইনিংসের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ১টি চার। শেষ দিকে মোহাম্মদ ফাইক (১৮) ও অধিনায়ক ইরফান খান (২৫*) দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন।
অস্ট্রেলিয়া দলে ইনজুরির হানা, ছিটকে গেলেন তিন তারকা
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি একটি করে উইকেট তুলে নিয়েছেন। জয় পেতে হলে বাংলাদেশ ‘এ’ দলকে এখন ২২৮ রানের কঠিন লক্ষ্য টপকাতে হবে।