More

    কাঠালিয়ায় দুনীর্তিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    সাকিবুজ্জামান সবুর, স্টাফ রিপোর্টার: ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুনীর্তি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলা কাযার্লয়ের সহযোগীতায় দুনীর্তি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

    উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এইচ এম জামসেদ আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা. তাহমিদা তাসরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।

    বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, দি—হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেরসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো—অডিনেটর ও অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহসভাপতি সেলিনা পাপরী, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।

    প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় ও আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বির্তকের বিষয় ছিলো “দুনীর্তি দমনের চেয়ে প্রতিরোধেই দুনীর্তি মুক্ত রাষ্ট্র গঠনের শেষ্ঠ পন্থা”, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ ও “কেবল পারিবারিক মূল্যেবোধের অভাবেই দুনীর্তির বিষ্ফোরন ঘটে”।

    প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান হয়। এবং আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স আপ হিসাবে বিজয়ী হয়। বিতর্ক শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...