More

    বরগুনায় তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি

    অবশ্যই পরুন

    আমতলী পৌর শহরের খোন্তাকাটা মাজার রোড এলাকার বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র ওই বাসা থেকে তিন শিক্ষিকা বোনের ২০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান রেজাউল কবির। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।

    জানাগেছে, আমতলী উপজেলার বিআরডিবি অফিসের পরির্দশক মো. রেজাউল কবির খোকন ও তার স্ত্রী ইয়াসমিন বুধবার চিকিৎসার জন্য বরিশাল যায়। ওই বাড়িতে গত তিনদিন ধরে কেউ ছিল না। ওই সুযোগে শুক্রবার দিবাগত রাতে চোরচক্র বাড়ীর খেচিগেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

    পরে ঘরের মুল ফটক,একটি কক্ষ ও আলমিরা ভেঙ্গে তিন শিক্ষিকা বোন ইয়াসমিন, সীমা ও আফরোজার ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। শনিবার দুপুরে পরিদর্শক খোকন বাড়ীতে এসে এমন অবস্থা দেখে পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

    ইয়াসমিন ও সীমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও আফরোজা এম বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ের প্রভাষক। আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরির্দশক মো. রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার উদ্দেশ্যে গত বুধবার পরিবারের সকলে বরিশাল যাই। শনিবার দুপুরে বাড়ীতে এসে দেখি চোরচক্র খেচিগেটসহ দুইটি দরজা ও আলমিরা ভেঙ্গে ২০ ভড়ি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

    আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করেছে। অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর

    মানবতাবিরোধী ও খুন-গুম হত্যা মামলায় কারাবন্দী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীর পৈতৃক বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার রাত...