বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মেলায় উত্তেজিত এক ফাতেমা বেগম নামের এক উপকারভোগী নারী ক্ষোভে প্রকাশ্যে ডিলারের নিযুক্ত লোক স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুক্তার হোসেনকে জুতাপেটা করেছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে উপজেলার দেহের গতি ইউনিয়নের রাহুতকাঠি একটি চাল বিতরণ কেন্দ্রে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও অনেক উপকারভোগী ৩-৪ কেজি কম পাচ্ছেন বলে অভিযোগ করেন। এক পর্যায়ে এক নারী উপকারভোগী সরাসরি ওজন মেপে দেখেন চাল কম। এ নিয়ে উভয়ের মধ্যে বাকাবিতন্ডার এক পর্যায় তিনি জুতা দিয়ে ডিলারের নিযুক্ত লোককে পিটানো শুরু করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন জানান, চাল ওজনে যেন কম না হয় তার জন্য ডিলারকে আমি বলেছিলাম। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে বিষয়টি আসলেই দুঃখজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ওজনে কম দেয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করে তার নিযুক্ত লোকের উপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান।
এ বিষয় বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন সাংবাদিকদের বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করা হয়।
কিন্তু সেখানে এমন অনিয়মের ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। উপকারভোগীদের দাবি, ডিলারদের কার্যক্রম তদারকিতে আরও কঠোর হতে হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।