বরিশাল মহানগর পুলিশ গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে বন্দর থানার ৭নং চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কর্ণকাঠী সাকিনস্থ খয়রাবাদ সেতু সংলগ্ন “নাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ”-এর সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার এসআই মোঃ জাহিদ হাসান। এসময় তার সঙ্গে ছিলেন এএসআই দিদারুল ইসলাম, এএসআই মোঃ হাসানুজ্জামান, কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান খান, মোঃ ইমাম হোসেন, মোঃ জুলফিকার হোসেন ও মোঃ জসিম উদ্দিন।
অভিযানকালে আটককৃত যুবক হলেন মোঃ সিফাত হাওলাদার , পিতা- মোহাম্মদ রফিক হাওলাদার, মাতা- মোসাঃ শাহানাজ বেগম, সাং- দক্ষিণ মুরাদিয়া, ৪নং ওয়ার্ড, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী।
তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।