More

    বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    অবশেষে বরিশালের বহু আলোচিত প্রকাশ্য দিবালোকে লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজীকে গ্রেফতার করেছে বিমান বন্দর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মিলন গাজি বরিশাল এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, গত ৩১ জুলাই পূর্ববিরোধের জেরে লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে অসংখ্য সাক্ষীর উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

    হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন, মামলায় মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. জাকির সিকদার জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...