More

    আগৈলঝাড়ায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ইউপি সদস্যার মৃত্যু

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় সাবেক এক নারী ইউপি সদস্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    পুলিশ গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, এর আগেও হাতুড়ে ওই চিকিৎসকের অপচিকিৎসায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়া হয় সমস্ত ঘটনা।

    আর অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকের দাবী রোগীর শরীরে শুধুমাত্র স্যালাইন পুশ করা হলেও অন্য কোন এন্টিবায়টিক ইনজেকশন পুশ করার আগেই মারা যান সাবেক ওই ইউপি সদস্যা। তবে দীর্ঘদিন যাবৎ এলাকায় অভিযুক্ত ওই হাতুড়ে চিকিৎসক চিকিৎসা করলেও শুধুমাত্র ৫ মাসের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ ছাড়া নেই কোন সার্টিফিকেট।

    এ ঘটনায় অভিযুক্ত ওই হাতুড়ে চিকিৎসকের কঠোর শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবারের লোকজনসহ এলাকাবাসী। মৃতের সন্তান সঞ্জিব বালা, শীলা বালা, সেলী বালা অভিযোগ করে জানান, শনিবার (২৩ আগস্ট) থেকে ডায়রিয়া ও সামান্য জ্বর নিয়ে নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের সুনিল চন্দ্র বালা’র স্ত্রী ও রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য লিপিকা বালা (৬০)।

    রোববার (২৪ আগস্ট) দুপুরে হঠাৎ তিনি গ্যাস্ট্রিকের সমস্যা বোধ করলে ছেলে স্কুল শিক্ষক সঞ্জিব বালা মায়ের চিকিৎসার জন্য খবর দেন একই এলাকার কৃষ্ণকান্ত বাড়ৈ’র ছেলে হাতুড়ে চিকিৎসক কিরণ চন্দ্র বাড়ৈ’কে। হাতুড়ে চিকিৎসক কিরণ চন্দ্র বাড়ৈ এসে প্রথমে ওই নারীর শরীরে স্যালাইন ও অন্যান্য এন্টিবায়টিক ইনজেকশন পুশ করার সাথে সাথেই মৃত্যু হয় ওই নারীর।

    তাদের দাবী হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায়ই মৃত্যু হয় সাবেক ওই নারী ইউপি সদস্যের। এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে মহিলা পুলিশ দ্বারা সুরাতাল রির্পোট তৈরী করে রোববার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    এঘটনায় মৃত লিপিকা বালার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাদী হয়ে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যুর অভিযোগ এনে সোমবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং—৯ (২৫—৮—২০২৫)। অপচিকিৎসায় মৃত্যু হওয়া ওই নারীর অন্যান্য স্বজন ও এলাকাবাসী জানান,

    বাড়িতে এসে হাতুড়ে ওই চিকিৎসক রোগীকে দেখে স্যালাইন ও অনান্য এন্টিবায়টিক ইনজেকশন পুশ করার কথা জানানোর পর পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও এক প্রকার জোর করেই ওই নারীর শরীরে স্যালাইন ও অন্যান্য এন্টিবায়টিক ইনজেকশন পুশ করে হাতুড়ে ওই চিকিৎসক।

    এতেই সাথে সাথে মৃত্যু হয় তার। এসময় রোগীর এমন অবস্থা দেখে পুশ করা এন্টিবায়টিক ইনজেকশনের প্যাকেট নিয়ে পালিয়ে যায় সে। এ ব্যাপারে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক কিরণ চন্দ্র বাড়ৈ রোগীকে স্যালাইন দেয়ার কথা স্বীকার করলেও অন্যান্য এন্টিবায়টিক ইনজেকশন পুশ করার কথা অস্বীকার করেন এমনকি অস্বীকার করেন ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনাও।

    আর পল্লী চিকিৎসকের সার্টিফিকেটের কথা জানতে চাইলে তিনি জানান, শুধুমাত্র ৫ মাসের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ ছাড়া তার নেই কোন ধরণের সার্টিফিকেট।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারসহ লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...