More

    গাড়ি রেখে পালালেন ববির ছাত্রলীগ নেতা মঞ্জু

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ও ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জু রবিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় বিপাকে পড়েন। রাত ৯টার দিকে সেখানে ছাত্রলীগের মতাদর্শ প্রচার করার সময় হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা তাড়া করলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    তাড়াহুড়োয় তিনি নিজের মোটরসাইকেল ফেলে রেখে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দবাজার, কীর্তনখোলা নদীর পাড়, নবনির্মিত নভ থিয়েটার ভবনসহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্জুকে খুঁজে বেড়ালেও তাকে পাওয়া যায়নি।

    রাত ১টার দিকে মঞ্জুর ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। উল্লেখ্য, হাসিনা সরকারের সময় মঞ্জু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত হয়েছিলেন। এছাড়া চাঁদাবাজি, লুটপাট ও মারামারির একাধিক মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হাদি হত্যার প্রতিবাদে হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল

    পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের...