বরিশালের গৌরনদী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও খাবারে কৃত্রিম রঙ মেশানোর অভিযোগে একটি রেস্টুরেন্টকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) উপজেলা সদরের এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ এবং বিভিন্ন খাবারে ক্ষতিকর রঙ মেশানোর প্রমাণ পাওয়ায় রেস্টুরেন্টটির মালিক মোঃ রাশেদ আকনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। একইসঙ্গে তাকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম উপস্থিত ছিল।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।