More

    বরিশালে ২৯ দিন পর থামল রাজপথের আন্দোলন

    অবশ্যই পরুন

    বরিশাল শেরেবাংলা হাসপাতালের স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলন কর্মসূচি শিথিল ঘোষণা করল আন্দোলনকারীরা। টানা ২৯ দিন আন্দোলন চলার পর বুধবার (২৭ আগস্ট) বিকালে নগরীর সদর রোডের টাউন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি।

    রনি বলেন, আমরা বরিশালবাসীর জন্য স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলন শুরু করি। আজ হাসপাতালের পরিচালক আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। তিনি আমাদের কাছে ৩০ দিনের সময় চেয়েছেন সংস্কারের জন্য। আমরা তাকে ৫০ দিনের সময় দিয়েছি। এর মধ্যে সংস্কার না হলে জোরালো আন্দোলন করার কথাও জানান রনি। রনি আরও বলেন, রাজপথের আন্দোলন শিথিল করা হলেও আমাদের জনসংযোগ কর্মসূচি চলবে। এর আগে বুধবার সকালে বরিশাল শেরেবাংলা হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা করে আন্দোলনকারীরা।

    তখন হাসপাতালের পরিচালক আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনির বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো একে একে বাস্তবায়ন করা হবে। তবে এটা সময়ের ব্যাপার বলে জানান তিনি। গত ২৯ ধরে চলা এ আন্দোলনে নগরবাসীর ভোগান্তি ছিল চরমে। রাজপথের আন্দোলন বন্ধ ঘোষণার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী।

    আমতলা মোড়ের বাসিন্দা আলাম কারিকর বলেন, রাজপথ বন্ধ করে আন্দোলন চলায় প্রতিনিয়ত সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। সংস্কারের নামে সড়ক অবরোধ করা হলো মানুষের ভোগান্তি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...