More

    বরিশালে অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট: ভোগান্তিতে রোগীরা

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে পার্কিং স্থান পাওয়ার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট শুরু হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন সকল গাড়ি রোগী সেবা বন্ধ রাখে। বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক আজিজুর রহমান জানান, সমিতির আওতায় প্রায় দুইশ’ জন মালিকের ১০৮টি অ্যাম্বুলেন্স রয়েছে।

    তিনি বলেন, কোনো সিন্ডিকেট নেই এবং যে যতো কম ভাড়ায় সেবা দিতে পারে, সেই অনুসারে চাহিদা থাকে। ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘অভিযান-১০’ লঞ্চে আগুন লাগার ঘটনায় হতাহতদের উদ্ধারে বরিশালের মালিক-চালক ও শ্রমিকরা ৫০টি অ্যাম্বুলেন্স দিয়ে ফ্রি সেবা দিয়েছেন। করোনাকালীন সময়ে তারা ২৪ ঘণ্টা সেবা প্রদানের পাশাপাশি অনেক রোগীকে প্রশাসনের অনুরোধে ফ্রি বা শুধু তেল খরচ নিয়ে সেবা দিয়েছেন।

    সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, শেবামেকের পরিচালকের নির্দেশনায় বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতালের ভিতরে পার্কিং করতে পারছে না। ফলে গাড়িগুলি অনিরাপদ জায়গায় রাখা হচ্ছে, যেখান থেকে অনেক গাড়ির ব্যাটারি ও যন্ত্রাংশ চুরি হয়েছে। তিনি দাবি করেন, দক্ষিণাঞ্চলের বৃহত্তর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে তারা হাসপাতালের রোগীদের সেবা দিচ্ছেন, তাই তাদের ভেতরে নির্ধারিত পার্কিং স্থান ফিরিয়ে দিতে হবে। এবিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেঃ জেনাঃ ডাঃ এ কে এম মশিউল মুনিম বলেন, আমি কোনো এ্যাম্বুলেন্সকে রোগী বহন করতে নিষেধ করি নাই।

    তাদের বলা হয়েছে যে শের-ই বাংলা মেডিকেল কলেজের পার্কিং স্থান ছেড়ে অন্যথায় থেকে রোগী বহন করতে। এবং সরকারী ৫টি এ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন,বরিশালে এ্যাম্বুলেন্স অতিরিক্ত হয়েছে কিছুদিনের মধ্যে সমস্যা ঠিক হয়ে যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...