More

    কীর্তনখোলা থেকে আবারও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বরিশাল সদর নৌ-থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে ভেসে থাকা লাশ দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল একটি শার্ট ও ট্রাউজার। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। বরিশাল সদর নৌ-থানার ওসি অসিম কুমার সিকদার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

    মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম জানান, সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...