More

    গলাচিপায় মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান (লিমন) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কান্তি দেবনাথের বিরুদ্ধে বিদ্যালয়ের সরকারি বই বিক্রির মিথ্যা তথ্য সাংবাদিকদের দিয়ে সংবাদ প্রকাশ করায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমান (লিমন)। তিনি বলেন, গলাচিপায় চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গত ২৮ ও ২৯ আগস্ট বিদ্যালয়ের বই বিক্রির একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

    এই খবর পেয়ে চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা ৩১ আগস্ট মানববন্ধন ও চিকনিকান্দি বাজারে বিক্ষোভ মিছিল করে। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চিকনিকিিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কান্তি দেবনাথ, চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী, এডক কমিটির সদস্য গোপাল দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নেপালে যেভাবে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ

    জেন–জি প্রজন্মের গণআন্দোলনের পর নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের মধ্য দিয়ে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল অন্তর্বর্তী...