বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটক তালাবদ্ধ করে বেদিতে শুকানো হয় কাঠ। যা দেখে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, শহীদদের প্রতি সম্মান জানাতে গিয়ে এমন অবস্থার সম্মুখীন হওয়া লজ্জাজনক।
অপরদিকে শহীদ মিনারের গেট তালাবদ্ধ থাকা ও কাঠ শুকানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীরা।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, আমরা লক্ষ্য করছি গত ৫-৬ মাস ধরে শহীদ মিনারের সব গেট সার্বক্ষণিক বন্ধ রাখা হয়। এটি নিন্দনীয় ও গর্হিত কাজ।
তিনি আরও বলেন, গত ২৩ বছরে গণসংহতি আন্দোলন সব সময় জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণের একমাত্র শক্তি।
দেওয়ান আবদুর রশিদ নীলু ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৯ আগস্ট সকালে সংগঠনটির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
তবে শহীদ মিনারে গিয়ে নেতাকর্মীরা দেখতে পান প্রধান ফটক তালাবদ্ধ। এসময় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা গেট খুলতে অস্বীকৃতি জানান। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান, শহীদ মিনারের চারপাশ কাঠ শুকানোর জন্য অবরুদ্ধ করে রাখা হয়েছে। যা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমার এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।