More

    বাকেরগঞ্জ উপজেলায় টিসিবি ডিলারশিপ বাতিলে ইউএনওর সুপারিশ

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার আছেন ১৮ জন। তাদের মধ্যে ১১ জনের ডিলারশিপ নবায়ন বিষয়ে ইউএনওকে তদন্তের নির্দেশ দেয় জেলা প্রশাসন। এর মধ্যে চারজনের ডিলারশিপ বাতিলের সুপারিশ করেছেন ইউএনও। তবে চার ডিলারের অভিযোগ, তাদের সব কাগজপত্র ঠিক থাকলেও সরেজমিন তদন্ত না করেই ইউএনও এমন সুপারিশ করেছেন।

    উপজেলার ১১ জনের ডিলারশিপ নবায়নের আবেদন তদন্তে গত মার্চের শুরুতে ইউএনও রুমানা আফরোজকে দায়িত্ব দেয় জেলা প্রশাসকের কার্যালয়। তিনি গত ১৪ আগস্ট প্রতিবেদন জমা দেন। এতে যাদের ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে, তারা হলেন– আব্দুল হক মুন্সি (মেসার্স মুন্সি অ্যান্ড ব্রাদার্স, চরামদ্দী ইউনিয়ন), নেছার খান (খান এন্টারপ্রাইজ, কলসাকাঠি ইউনিয়ন), মো. জাহাঙ্গীর হোসেন (মিলি স্টোর, কামারখালি বাজার, দাড়িয়াল ইউনিয়ন) ও কবির হোসেন (কবির হোসেন স্টোর, গোমা বাজার, দুধাল ইউনিয়ন)। খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেছার খান বলেন, ‘সব শর্ত পূরণ করার পরই সরকার আমাদের ডিলারশিপ দিয়েছে। এর আগেও নবায়ন করেছি।’

    সরেজমিন তদন্ত ছাড়া এই সুপারিশ করা হয়েছে অভিযোগ করে নেছার খান বলেন, ‘আমার ডিলারশিপ বাতিল করা হলে উপজেলার সব ডিলারের আগে বাতিল করা লাগবে। কারণ, আমি সব শর্ত মেনে ডিলারশিপ পরিচালনা করি। অনেক ডিলার আছেন এলাকায় থাকেন না।’ মেসার্স মুন্সি অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুল হক মুন্সির অভিযোগ, ‘তদন্ত করতে হলে ইউএনও বা তাঁর প্রতিনিধিকে সরেজমিন আসতে হবে। আমার সমস্যা থাকলে তিনি ব্যবস্থা নেবেন, এতে আমার আপত্তি থাকবে না।’

    অভিযোগ উঠেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই এসব ডিলারের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার বিষয় সামনে আনেন স্থানীয় বিএনপির নেতারা। এ নিয়ে লিখিতভাবে কেউ অভিযোগ দিয়েছেন কিনা, জানা নেই বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহবদ্দিন শাহিন তালুকদারের। তাঁর ভাষ্য, এ বিষয়ে কেউ তাদের জানায়নি।

    তাঁর জানা মতে, পুরোনো তালিকাই বহাল আছে। ইউএনও রুমানা আফরোজের ভাষ্য, ডিলারশিপ বাতিলের এখতিয়ার তাঁর নেই। যারা অনিয়মিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...