টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের আগ্রাসী শাসন। গত দু’দিনে বিশ্ব ক্রিকেটে দেখা গেল দুই ভিন্ন মঞ্চে দুই ভিন্ন ব্যাটারের বিধ্বংসী ছক্কার প্রদর্শনী। কেরালা ক্রিকেট লিগে ভারতের এক অনামী ব্যাটার সালমান নিজার খেললেন অবিশ্বাস্য এক ইনিংস। এর রেশ কাটতে না কাটতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড রেকর্ড বইতে নাম লেখালেন।
২ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ২৯ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পোলার্ড। ম্যাচের ১৫তম ওভারে নবীন বিদাইসির শেষ তিন বলে টানা তিন ছক্কা হাঁকান তিনি। পরের ওভারে আফগান স্পিনার ওয়াকার সালামখেইলের শেষ চার বলে আরও চারটি ছক্কা। অর্থাৎ, মাত্র ৮ বলে তার ব্যাট থেকে আসে ৭টি ছক্কা!
এই তাণ্ডবে ২১ বলেই ফিফটি পূর্ণ করেন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে চার বা তার বেশি ছক্কা হাঁকানোর ঘটনা এ নিয়ে দশবার ঘটালেন তিনি। তবে তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যার কীর্তি ১৩ বার। পোলার্ডের ইনিংসে নাইট রাইডার্স তোলে ৬ উইকেটে ১৭৯ রান। জবাবে সেন্ট কিটস থামে ১৬৭ রানে।
মাত্র দু’দিন আগেই কেরালা ক্রিকেট লিগে ঝড় তুলেছিলেন ভারতীয় ব্যাটার সালমান নিজার। তিরুবনন্তপুরমে আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে ২৬ বলে ৮৬ রানের ইনিংসে তিনি হাঁকান ১২ বলে ১১ ছক্কা। মিডিয়াম পেসার অভিজিৎ প্রবীণের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকান সালমান। ওই ওভারে ওঠে ৪০ রান কারণ বোলার দেন একটি ওয়াইড ও একটি নো বল। এর আগে ১৯তম ওভারেও ছয় ছক্কার পথে ছিলেন সালমান, তবে শেষ বলে এক রান নিয়ে তা আর সম্ভব হয়নি।
পোলার্ড ও সালমান নিজারের এই দুই ইনিংস আবারও প্রমাণ করল, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বোলারদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময় এতে কোনো সন্দেহ নেই।