More

    সাকিবকে ছাড়িয়ে লিটনের নতুন ইতিহাস

    অবশ্যই পরুন

    স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাত্র ২৬ বলে ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানের দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন তিনি।

    বিজ্ঞাপন
    বুধবার (৩ সেপ্টেম্বর) লিটনের ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। এতদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব আল হাসান, যার সংগ্রহে ছিল ১৩টি ফিফটি। এবার তাকে ছাড়িয়ে সর্বোচ্চ ফিফটির মালিকানা নিজের করে নিলেন লিটন।

    তবে পরিসংখ্যান বলছে, সাকিবকে ১৩ ফিফটির জন্য খেলতে হয়েছে ১২৯টি ম্যাচ, আর লিটন এই রেকর্ড স্পর্শ করেছেন মাত্র ১১০তম ম্যাচেই। এশিয়া কাপের আগে তার এই ফর্ম বাংলাদেশ দলের আত্মবিশ্বাসকে নিঃসন্দেহে আরও উঁচুতে তুলবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ঠান্ডাজনিত রোগ বেড়েছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট

    বরিশালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি। দেখা দিয়েছে শয্যা...