More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ, আমরণ অনশন

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তিন নম্বর গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবহন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ।

    বিক্ষোভের সময় বরিশাল-ঢাকা মহাসড়কও কিছু সময়ের জন্য অবরোধ করা হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি হয়। পরে শিক্ষার্থীরা যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচি শেষ করেন। তবে তারা ঘোষণা দেন, সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুবকর বলেন, “কেন প্রশাসন আমাদের কথা শোনছে না, তা আমরা বুঝতে পারছি না।

    ভিসি স্যার আমাদের আন্দোলনের সঙ্গে সহমত প্রকাশ করছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।” বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনকারী সেজুতি বলেন, “আমরা ৩৬ দিন ধরে আন্দোলন করছি, কিন্তু প্রশাসনের টনকও নড়ছে না। তাই আজ থেকে আমরা আরও কঠোর আন্দোলনে যাচ্ছি। সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...