More

    নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

    অবশ্যই পরুন

    গণঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বর্তমানে শারীরিকভাবে কিছুটা দুর্বল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে এখন সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখা প্রয়োজন বলে জানানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নুরের ব্যক্তিগত ফেসবুক থেকে এই তথ্য জানানো হয়।

    ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে একান্ত পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে নেতাকর্মী ও দর্শনার্থীদের ভিড়ে সে পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও বলা হয়। পোস্টে আরও জানানো হয়, দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীরা যেন যার যার জায়গা থেকে নুরের সুস্থতার জন্য প্রার্থনা করেন, কিন্তু হাসপাতালে এসে ভিড় না করেন—এমন অনুরোধও জানানো হয়েছে।

    এর আগে, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে সাবেক ডাকসু ভিপি নুরসহ অন্তত ৫০ জন আহত হন।

    প্রাথমিকভাবে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সেদিন রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...