More

    রাজনীতি মানে কেবল স্লোগান দিয়ে গলাবাজি নয়, মানুষের অন্তরের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি – ব্যারিস্টার মুঈন ফিরোজী

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়া এলাকার উন্নয়নে সত্যিকারের জননেতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মুঈন ফিরোজী।

    তিনি বলেছেন, “রাজনীতি মানে কেবল স্লোগান দিয়ে গলাবাজি নয়, মানুষের অন্তরের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি।” শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর এলাকায় এক মতবিনিময় সভায় ব্যারিস্টার ফিরোজী বলেন, “মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এখানে হবে জ্ঞানের চর্চা ও মানুষের মিলনমেলা।

    মানুষের আস্থা অর্জন ছাড়া রাজনীতির সার্থকতা নেই। রাজনীতির ময়দানে একজন যোগ্য ও মেধাবী নেতার প্রয়োজন, যার সঙ্গে মানুষের হৃদয়ের মিল থাকবে।” স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা আগামী দিনে রাজাপুর-কাঠালিয়া আসনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এবং তার পাশে থাকবেন।

    আমার জন্য দোয়া করবেন—আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। আগামীর রাজাপুর-কাঠালিয়া সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত ও শ্রেষ্ঠ হবে, এটাই আমার আন্তরিক কামনা।

    ” সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে বক্তৃতার সময় করতালিতে সমর্থন জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...