More

    ঝালকাঠিতে বসতঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে মনি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    মনি আক্তার ওই গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে এবং স্থানীয় ডেবরা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয় ও প্রতিবেশীরা জানায়, মনি আক্তারকে তার মা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। তার চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।

    পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাষ্ট্রীয় শোক: আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ...