More

    কালকিনিতে ভ্যাকসিন সংকটে সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ের রোগীরা বিপাকে

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সাপে কাটা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের (Anti-venom ও Rabies vaccine) সঙ্কট দেখা দিয়েছে। ফলে এসব কারণে আক্রান্ত রোগীরা পড়ছেন চরম বিপাকে।

    স্থানীয়দের অভিযোগ, ভ্যাকসিন না থাকায় ছোটখাটো কামড় কিংবা সাপে কাটা রোগীদের বরিশাল, মাদারীপুর সদর বা ঢাকায় পাঠানো হচ্ছে। এতে করে সময়মতো চিকিৎসা না পেয়ে অনেক সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

    একজন স্থানীয় বাসিন্দা বলেন,আমার ছেলেকে কুকুর কামড় দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জানায় ভ্যাকসিন নেই। পরে আমাদের ৫০ কিলোমিটার দূরে গিয়ে নিতে হয়েছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।
    এ অবস্থায় দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকার সাধারণ জনগন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...