More

    ডাকসু নির্বাচন ঘিরে আজ বিকেল থেকেই বন্ধ ঢাবি মেট্রোরেল স্টেশন

    অবশ্যই পরুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    ডিএমটিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন স্টেশনটি বন্ধ থাকবে।

    নির্দেশনায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...