অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলের কেন্দ্র টিএসসিতে প্রথম তিন ঘণ্টায় প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ১১টার দিকে নাসরিন সুলতানা বলেন, আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। তিন ঘণ্টায় প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন।
এই হিসাবে তিন ঘণ্টায় কেন্দ্রটিতে ২২৮০টির মতো ভোট পড়েছে বলে ধারণা এ রিটার্নিং কর্মকর্তার।
এ ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মনে করছেন নাসরিন সুলতানা। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৫৬৬৫ জন।