More

    মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ধরে পিটিয়েছে জনতা, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সোয়া ৩টার দিকে চন্দ্রিমা এলাকার ১২ নম্বর হাক্কার পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান জানিয়েছেন।

    নিহত যুবকের নাম- ইয়ামিন (২৩), তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। একই ঘটনায় গুরুতর আহত ফাহিম (২৩) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে দুইজনকে ধরে পিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।”

    ছিনতাই হওয়া একটি মোবাইল তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তার ভাষ্য। তিনি বলেন, “এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায়, আরেকটি নিহত হওয়ার ঘটনায়।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...