প্রার্থীদের নানা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যদিও সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে আসেন ভোটাররা। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রায় সব প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ।
এমন প্রেক্ষাপটে একজন পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়ার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং চলে বিকেল চারটা পর্যন্ত। তবে একটি কেন্দ্রে বিশ মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে।
সেখানকার রিটার্নিং কর্মকর্তারা ভোটার থাকা সাপেক্ষে এই সময় শেষের দিকে সমন্বয় করে দেওয়ার কথা জানিয়েছিলেন।